ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফুটবলের আয়োজক চারটি দেশ

প্রকাশিত : ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক চারটি দেশ হতে পারে বলে জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আয়োজক দেশের ওপর অর্থনৈতিক চাপ কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলে, আলাদাভাবে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মানসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ সহজ হবে বলে মত ইনফান্তিনোর। এর আগে, ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে সফল হয়। এছাড়া ২০০৮ ও ২০১২ সালের ইউরো ফুটবল টুর্নামেন্টও যৌথভাবে আয়োজন করা হয়েছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি