ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২৫ মার্চ ২০২০

আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে গত সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৯ জন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি