বিশ্ব নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৯:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
বিশ্ব নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রাসহ হোটেল ম্যারিওটে নিয়ে যাওয়া হয়। <ংঃৎড়হম>বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বেভারিয়ান রিপ্রেজেন্টেশন সেন্টারে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। উদ্বোধনী সেশন হবে এক ঘন্টার। আগামীকাল সম্মেলনের মূল পর্বে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে তার সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরা হতে পারে।
আরও পড়ুন