ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুংফু পান্ডা থ্রি মুক্তি পাচ্ছে ১১ই মার্চ

প্রকাশিত : ২১:৫৯, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৩, ১১ মার্চ ২০১৬

এবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ১১ই মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে কুংফু পান্ডা সিরিজের তৃতীয় ছবি ‘কুংফু পান্ডা থ্রি’। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিলো প্রিমিয়ার শো। হলিউডের শীর্ষ জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম কুংফু পান্ডা সিরিজের এই ছবিতে মূল চরিত্র পো-কে দেখা যায় পুরোপুরি পান্ডা অধ্যুষিত একটি জায়গায়। সেখানে নিজের বাবার সঙ্গে দেখা হয় তার। সে জানতে পারে, তার বাবা পান্ডাদের গোষ্ঠীগত দ্বন্দ্বে মারা যায়নি। কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। দ্বিতীয়টি আসে ২০১১ সালে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি