ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে কোনো দুর্নীতিই প্রমানিত হয়নি: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সততার সাথে দেশের উন্নয়নে কাজ করার কারণেই পদ্মা সেতুতে কোনো দুর্নীতিই প্রমানিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার আগে প্রবাসীদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন আর কেউ বাংলাদেশকে করুণা করতে পারবে না। জার্মানিতে শুরু হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বায়েরিচার হোফ হোটেলে সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী প্রবাসী বাঙালীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সততার সাথে দেশের উন্নয়নে কাজ করার কারণেই পদ্মা সেতুতে কোনো দুর্নীতিই প্রমানিত হয়নি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। দুর্নীতিগ্রস্থ বিএনপি দেশের প্রতিটি উন্নয়নকাজে বাঁধা দিচ্ছে বলেও জানান তিনি। পরে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি