ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে সেনাবাহিনী সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ২২:৫১, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ২২:৫১, ১০ মার্চ ২০১৬

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অভ্যন্তরীণ অথবা বাইরের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের দুই পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একদিকে সমুদ্রসীমা, অন্যদিকে স্থলসীমা আর উঁচু-নিচু পাহাড়ের অঞ্চল। এমনই দর্শনীয় অথচ গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজারের রামু সেনানিবাসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১০ পদাতিক ডিভিশনের দুই পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেন তিনি। প্রধানমন্ত্রী পবিত্র সংবিধান ও দেশমাতৃকা রক্ষায় সেনা সদস্যদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। বর্তমান সরকারের সব ক্ষেত্রে উন্নয়ন, বিশেষ করে সশস্ত্রবাহিনীতে আধুনিক সরঞ্জাম, যুদ্ধাস্ত্রের সমাহার আর প্রয়োজনীয় স্থাপনা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী। এসব সুযোগ কাজে লাগিয়ে সশস্ত্রবাহিনীর প্রত্যেক সদস্যকে দক্ষ হয়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি