ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল থেকে চালু হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ

প্রকাশিত : ০৯:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

তথ্য প্রযুক্তির বিশ্বে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে কাল থেকে চালু হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ। তুরস্কের ইস্তাম্বুলে ১৯ দেশের টেলিযোগাযোগ সংস্থার কনসোর্টিয়ামে চালু করা হবে এ সংযোগ। সংযোগটি চালু হলে শুধু ল্যান্ডিং স্টেশন থেকেই আসবে ২০০ জিবিপিএস ইন্টারনেট সুবিধা, যা প্রায় আটগুন সম্প্রসারণযোগ। দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় ২০১৩ সালে শুরু হয় ল্যান্ডিং স্টেশন নির্মাণের কাজ। ২০১৬ সালে স্টেশনটি যুক্ত হয় প্রায় ২০ হাজার কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবলের সাথে। ইস্তাম্বুলে আয়োজিত সভায় বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, শ্রীলংকা ও ভারত হয়ে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত লাইনটির সংযোগ চালু করা হবে মঙ্গলবার। এরইমধ্যে দেশের সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আঞ্চলিক প্রস্তুতিও শেষ। দ্রুতগতির এ সংযোগে ই-কমার্স খাত, সফটওয়্যার নির্ভর ব্যবসাসহ আইসিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ চালুর ফলে অভ্যন্তরীণ ইন্টারনেট চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলেও মনে করছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি