ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিক্ষের টাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শারিরীক প্রতিবন্ধী রিতা

প্রকাশিত : ০৯:২৪, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ১১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আকাশ ছুঁতে চায় রিতা; চায় শিক্ষক হতে। যদিও জানে সে, শারিরীক প্রতিবন্ধকতা আর আর্থিক দৈন্যতা তার স্বপ্ন পূরণের সবচে বড় বাধা। তবু হাল ছাড়তে রাজী নয় সে, পড়াশোনার খরচ জোগাতে বাধ্য হয়ে মার সাথে ভিক্ষে করে। দিনাজপুরের মেয়েটি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ভিক্ষের ক’টা টাকায় স্বপ্ন পূরণ করতে পারবে কি- এমন প্রশ্ন স্বজনদের? ছোট্ট এ জীর্ন ঘরে থাকে রিতা আর তার মা। মাত্র ১১ মাস বয়সে বাবা হারায় রিতা। সংসারে চালাতে বাধ্য হয়ে মা নামেন ভিক্ষায়। আর সে টাকায় ধীরে ধীরে বড় করে তোলেন মেয়েকে। ২০১৪ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয় রিতা। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে। রিতার ইচ্ছে না থাকলেও পড়াশোনার খরচ চালাতে মায়ের সাথে ভিক্ষে করতে হয়। ভিক্ষের চাল থেকে অর্ধেকটা বিক্রি করে রিতার পড়া-লেখার খরচ ও বাকী টাকা দিয়ে চলে তাদের ছোট্ট  সংসার- জানালেন মা। কলেজের অধ্যক্ষ জানান, লেখা-পড়ায় অদম্য ইচ্ছেই এগিয়ে নিচ্ছে রিতাকে লক্ষ্যের দিকে। প্রতিবেশীরা চান, স্বপ্ন পূরনে সফল হোক সে। সামান্য কটা টাকার অভাবে কী বন্ধ হয়ে যাবে রিতার পথচলা- হৃদয়বান মানুষেরা কী পাশে দাঁড়িয়ে হতে পারেন না- তার স্বপ্নের সারথী?
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি