করোনা রোগী চিকিৎসায় চট্টগ্রামে তৈরি হচ্ছে হাসপাতাল
প্রকাশিত : ২২:৪৯, ৩১ মার্চ ২০২০ | আপডেট: ২২:৫৪, ৩১ মার্চ ২০২০
ঢাকায় আকিজ গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের করোনা হাসপাতাল করার ঘোষণা দেওয়ার পর এবার চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল করার ঘোষণা দিয়েছে নাভানা গ্রুপ। নাভানা সীতাকুণ্ডে তাদের ১২ হাজার বর্গফুটের বিশাল এলাকায় দুটি ভবনে এ অস্থায়ী হাসপাতাল চালুর পরিকল্পনা করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) নাভানা গ্রুপের প্রস্তাবিত এলাকা ও ভবন পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
এর আগে গত রোববার (২৯ মার্চ) নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চট্টগ্রামে তাদের জমিতে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে তারা হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করেন।
তারও আগে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি চট্টগ্রামের বাসিন্দা ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকার মতো চট্টগ্রামের বিত্তবানদের হাসপাতাল তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ডা. বিদ্যুৎ বড়ুয়া ফেসবুকে লিখেন, ‘ঢাকায় বসুন্ধরা, আকিজ এগিয়ে আসলো ফিল্ড হসপিটালের জন্য। আমাদের চট্টগ্রামে এগিয়ে আসার মতো মানবিক বিত্তবান এর সত্যিই অভাব! আসুন চট্টগ্রামের মানুষ হিসেবে গর্ব করার মতো এমন কিছু করি।’
ডা. বিদ্যুৎ বড়ুয়ার এ আহ্বানে এগিয়ে আসে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তিনি গত রোববার (২৯ মার্চ) চট্টগ্রামে তাদের জমিতে হাসপাতাল তৈরিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এলাকাটি পরিদর্শন করেন।
এ বিষয়ে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘নাভানার প্রস্তাবটি ডা. বিদ্যুৎ বড়ুয়া জানিয়েছেন। আজ প্রকল্প এলাকা পরিদর্শন করলাম। ফৌজদারহাট এলাকায় নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেড কারখানার ভেতরে দোতলা একটি ভবন মোটামুটি প্রস্তুত করা আছে। এখানে চাইলেই অনায়াসে আইসিইউ সুবিধাসম্বলিত একটি ভালো হাসপাতাল পরিচালনা করা যায়। সবকিছু ঠিক হলে এখানে কয়েকশ রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
এসি
আরও পড়ুন