ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে রাবার বাগানের মালিক অপহৃত, মুক্তিপণ দাবি

প্রকাশিত : ১৮:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়িতে একটি রাবার বাগানের মালিক অপহৃত হয়েছে। তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকরীরা। নাইক্ষ্যংছ‌ড়ির বাইশারী‌তে অস্ত্রের মু‌খে রাবার বাগা‌নের মা‌লিক আবুল বাশারকে সকালে অপহরণ করে নিয়ে যায় ৫-৬ জন সন্ত্রাসী। অপহর‌ণের পর মোবাইলে ফোন ক‌রে তিন লাখ টাকা মু‌ক্তিপণ দাবি ক‌রে সন্ত্রাসীরা‌। এদিকে ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন আ‌লেক্ষ্যং পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ পিওলাল ও বাইশারী তদন্তকে‌ন্দ্রের ইনচার্জ আবু মুছা। তারা জানান, অপহৃত‌কে উদ্ধা‌রের জন্য ঘটনাস্থলসহ ও আশপা‌শের এলাকাগু‌লো‌তে উদ্ধা‌র অ‌ভিযা‌নে নে‌মে‌ছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি