ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাঠক-লেখকদের পদচারণায় প্রাণচঞ্চল অমর একুশে বইমেলা প্রাঙ্গন

প্রকাশিত : ২০:১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭

২০তম দিনেও পাঠক-লেখকদের পদচারণায় প্রাণচঞ্চল অমর একুশে বইমেলা প্রাঙ্গন। আজ সোমবার মেলায় নতুন বই এসেছে আরো ৯২টি । সোমবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান মঞ্চে ৩৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনলাইন ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেই বই’ প্রকাশ করেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৩টি উপন্যাস। হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ই-বুকে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যান অংশে নতুন লেখকদের বইয়ের সংখ্যা কম ছিল না। আর এতে পাঠকদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন লেখকরা। এ নিয়ে মোট ২ হাজার ৪শ ৮২টি বই এলো এবারের মেলায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি