ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেঁচো কম্পোস্ট সার রাসায়নিক সারের বিকল্প

প্রকাশিত : ০৯:২৩, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ১১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

মেহেরপুরে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কেঁচো কম্পোস্ট সার। রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার বেড়েছে এই সারের। বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি করে লাভবান হয়েছেন অনেকেই। এ সার ব্যবহারে মাটির ঊর্বরা শক্তি যেমন বাড়ে, তেমনি কমে রাসায়নিক সারের উপর নির্ভরতা। মেহেরপুরের আমঝুপির হিজুলি গ্রামের ভূমিহীন কৃষক আব্দুল করিম। সাত বছর আগে ভারতের মাদ্রাজ থেকে চার হাজার কেঁচো আমদানি করে স্বল্প পরিসরে সার তৈরির প্রকল্প হাতে নেন। কৃষি বিভাগের পরামর্শে দিনে দিনে বেড়েছে প্রকল্প। অর্থনৈতিকভাবে হয়েছেন স্বাবলম্বী। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। তাকে দেখে জেলার নারী-পুরুষ অনেকেই উদ্যোগী হয়েছেন কেঁচো কম্পোস্ট সার তৈরিতে। জৈব সার একবার ব্যবহারে সুফল পাওয়া যায় অন্তত দু’বার। বৃদ্ধি পায় মাটির উর্বরাশক্তি। ফলে কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সার। ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জেলার বাইরেও বিভিন্ন জায়গায় কেঁচো-কম্পোস্ট সার ও কেঁচো সরবরাহ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি