ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিকল্প খেলোয়াড় দলে রাখা হবে বলে জানিয়েছেন আকরাম খান

প্রকাশিত : ২১:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সামনের দিনগুলোতে ক্রিকেটের ব্যাস্ত সূচির কারনে বিকল্প খেলোয়াড় দলে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি । এছাড়া, নিউজিল্যান্ড ও ভারত সফরের ভুলগুলো শুধরে শ্রীলংকা সফরে জাতীয় দল ভাল করবে বলে প্রত্যাশা আকরাম খানের। গত বছরের শেষ সময় থেকে দেশের বাইরে টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। এই বছর প্রায় পুরোটা সময় খেলার শিডিউল রয়েছে টাইগারদের। টানা খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে খেলোয়াড়রা। বিশেষ করে নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টে সেরা একাদশ নির্বাচন করতেই বিড়ম্ববনায় পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তাইতো এবার বেশি ত্রিকেটার রাখার বিকল্প চিন্তা বিসিবির। এদিকে, টেস্ট অধিনায়ক ও দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান মুশফিক উইকেট কিপিং করতে গিয়ে একাধিকবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ভবিষ্যতে শুধুই ব্যাটিং করবেন নাকি পাশাপাশি উইকেট কিপিংও চালিয়ে যাবেন, এই ব্যাপরে সিদ্ধান্ত মুশফিককেই নিতে হবে বলে জানান আকরাম খান। সামনের শ্রীলংকা সফরের জন্য মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করতে পারে বিসিবি ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি