ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

সরকার বাড়ি ভাড়া মওকুফ, লোন-বিল স্থগিতের কোন সিদ্ধান্ত নেয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৩ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল ৩ মাসের জন্য স্থগিত, সব অফিসে ১ মাসের ছুটি সংক্রান্ত যে গুজব ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কোনো পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কিংবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবাইকে অবহিত করবেন। 

সরকারের সিদ্ধান্ত বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি