চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত : ১৮:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর একে একে শ্রদ্ধা জানান শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন ও হলগুলোর প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষার্থীরা।
আরও পড়ুন