ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশে আরও ১৮ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৫৪, ৫ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন। 

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

দেশে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড এটি। এর আগের দিন নয় জন আক্রান্ত হয়েছিলেন।

মন্ত্রী আরো জানান, করোনা ভাইরাসে নতুন আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। আক্রান্তদের ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ই মার্চ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি