ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফরেন সার্ভিস সদস্যদের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ তাদের এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। 

আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ফরেন সার্ভিস এসোসিয়েশন সমুদয় সদস্যের এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতার পরিমাণ প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকা। এই অর্থ দান করে দেয়ার মধ্যদিয়ে ফরেন সার্ভিসের সদস্যরা ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি অনাড়ম্বরপূর্ণ ও জনসমাগম এড়িয়ে নববর্ষ উদযাপনে সরকার প্রধানের নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের সকল উদ্যোগে সম্পৃক্ততার পাশাপাশি যে কোন সংকট উত্তরণে জনগণের সহায়তার নিমিত্তে ফরেন সার্ভিস সদস্যরা বদ্ধপরিকর।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি