ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গি তৎপরতা, সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত। ঢাকায় চারদিনের বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। দুই দেশই সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হয় চারদিন ব্যাপি সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধি ছাড়াও উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়,  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার সমস্যাগুলো তুলে ধরেন প্রতিনিধিরা। কিছু বিষয়ে ঐকমত্য হয় উভয় পক্ষের মধ্যে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে এবারের সম্মেলনে। এছাড়া, জঙ্গি তৎপরতা কমাতে সতর্ক অবস্থায় থাকবে বিএসএফ। এছাড়া, ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে যাতে প্রবেশ না করতে পারে এবং সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকা নিরুপণসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনার হয়েছে বলে জানান, বিজিবি মহাপরিচালক। পরবর্তী সীমান্ত সম্মেলন আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি