ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ রোলবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ দল

প্রকাশিত : ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বকাপ রোলবলে চাইনিজ তাইপেকে ১২-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ দল। এ টুর্নামেন্টে এটি টানা চতুর্থ জয় বাংলাদেশের। বরাবরের মত আজও বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হৃদয়। একাই করেছেন ৫ গোল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। হৃদয়-মারুফদের দ্রুত গতির খেলা পিছনে ফেলে দেয় তাইপেকে। আর প্রথম মিনিটেই দুই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। গোল দুটি করেন এ টুর্নামেন্টে দুর্দান্ত খেলা হৃদয়। এরপর  ১৬ মিনিটে হৃদয় ও ১৭ মিনিটে লিয়াকত গোল করলে ৫-১ গোলে এািগয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে লাল-সবুজরা। দর্শকদের মুর্হুমুহু উল্লাসে আরো ৭ গোল আদায় করে নেয় তারা। ২৭ মিনিটে আরাফাতের গোলে ৬-১ এ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর  হৃদয় আরো ২ গোল করে ব্যবধান ৯-১ এ  বাড়ানোর পাশাপাশি নিজের পঞ্চম গোল আদায় করে নেন। আর ৪০ মিনিটে ওয়ালিউল এবং ৪৪ ও ৪৫ মিনিটে মারুফ গোল করলে ১২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি