ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নারীর গৃহকর্মের মূল্য জাতীয় উৎপাদন জিডিপির ৭৭ থেকে ৮৬ শতাংশ

প্রকাশিত : ০৯:১৯, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১২, ১১ মার্চ ২০১৬

নারীর গৃহকর্মের স্বীকৃতি এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের এ কর্মের মূল্য মোট জাতীয় উৎপাদন-জিডিপির ৭৭ থেকে ৮৬ শতাংশ হলেও কোন স্বীকৃতি না থাকায় বঞ্চিত হচ্ছে নারী। পাশাপাশি ঘড় ছেড়ে কর্মক্ষেত্রে আসার আগ্রহও এজন্য এখনো সেভাবে তৈরি হচ্ছেনা বলে মত সংশ্লিষ্টদের। গোরানের ফৌজিয়া শারমিন। পাঁচ বছর আগে বিয়ে হয়েছে তার। স্বামি সরকারি চাকুরি করেন। বিয়ের আগে তিনি নিজেও একটি বেসরকরির প্রতিষ্ঠানি চাকুরি করতেন। কিন্তু বিয়ের পর সন্তান ও সংসার সামলাতে এখন তিনি গৃহিনি। আর তার ননাস তৌহিদা সুলতানার সংসার জীবন ৩৫ বছর। কখনো ভাবেনইনি সংসারে তার দেয়ার শ্রমের মূল্য কত ? এমন সব গৃহিনীদের শ্রমের মূল্য নিয়ে ২০১৪ সালে একটি গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিড। তাদের মতে গৃহ কর্মের পাশাপাশি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মের ও আর্থ-সামাজিক স্বীকৃতি নেই নারীর। নারী-পুরুষের সমতা ভিত্তিক যে সমাজের স্বপ্ন দেখছে বাংলাদেশ তাতে এ শ্রমের মূল্যায়নের কোন বিকল্প নেই। দেশে পুরুষদের মধ্যে ৮৩ শতাংশই কর্মক্ষেত্রে অংশ নিলেও নারীদের ক্ষেত্রে এ হার এখনো ৩৩ শতাংশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি