ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ নিহত পাঁচজনের সড়ক দুর্ঘটনা মামলার রায় আজ

প্রকাশিত : ১২:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৭

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বরেণ্য চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ নিহত পাঁচজনের সড়ক দুর্ঘটনা মামলার রায় আজ। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর মামলার রায় ঘোষণা করবেন। ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদ, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন। এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি