ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাংসদ লিটন হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি

প্রকাশিত : ১৫:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৭

  গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খান। এ দাবি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চার ভড়াটে খুনি দিয়ে এমপি লিটনকে খুন করা হয়েছিলো। প্রেফতারের পর কাদের খানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ঘটনার পর লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বুধবার সকালে লিটন হত্যা মামলার অগ্রগতি জানাতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, লিটন হত্যার মূল পরিকল্পনকারী আবদুল কাদের খান। তিনি এক বছর ধরে এই হত্যার পরিকল্পনা করেন।চার হত্যাকারীর নামও প্রকাশ করেন ডিআইজি। আসামীদের মধ্যে আবদুল হান্নান, গৃহকর্মী শাহীন মিয়া ও মেহেদী হাসান মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনো পলাতক রয়েছে রানা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি