ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শুধু হত্যাই নয় সীমান্তে লুটপাট আর গুমের ঘটনা: ১৩বছরে নিহত ১০০০

প্রকাশিত : ১২:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী গত ১৩ বছরে সীমান্তে বিএসএফ এর হাতে নিহত হয়েছেন এক হাজারেরও বেশী বাংলাদেশী নাগরিক।চাঁপাইনবাবগঞ্জ,দিনাজপুর ও ঠাকুরগায়ের বিভিন্ন সীমান্তের চিত্র এসব। যেমন পুত্র ইকরামুলকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেন নি মা সুফিয়ানা বেওয়া। ২০০৫ সালের ১৫ই অক্টোবর ঠাকুরগাঁয়ের ধর্মগওে সন্ধ্যায় সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় ১২ বছরের ইকরামুল। এই কান্না ঠাকুরগাঁয়ের ধর্মগর সীমান্তের ঘরে ঘরে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মতে সীমান্তে হত্যাকান্ডের ঘটনা বেড়ইে চলেছে।মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০০০ সাল থেকে ২০১২ পর্যন্ত সীমান্তে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ১০৫০ টি। সীমান্তে লুটপাট,অপহরন ও গুমের ঘটনাও ঘটেছে ১১০৯টি। ২০১৩ শুরুতেই নির্যাতনের ঘটনা প্রায় অর্ধশতাধিক । সীমান্তে নিরস্ত্র বাংলাদেশীদের ডেকে নিয়েও হত্যা করা হয় বলে দাবি সীমান্তবাসীর। আর বর্ডার গার্ড সদস্যদের অভিযোগ, নিরীহ বাংলাদেশীদের হত্যার পর বিএসএফ চালান নানা অপপ্রচার।আর হত্যাকান্ড বেড়ে যাওয়ায় সীমান্তের মানুষ এখন কৃষিকাজ ও মাছ ধরাসহ প্রয়োজনীয় কাজও নির্ভয়ে করতে পারেনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি