ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শবে বরাত ও নববর্ষে মার্কিন দূতাবাস বন্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:৩৯, ৯ এপ্রিল ২০২০

শবে বরাত উপলক্ষে আজ বৃহস্পতিবার ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার এবং আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।  এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিল ১২-১৩ এবং এপ্রিল ১৫-১৬ এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য এপয়েন্টমেন্ট এবং জরুরি সেবা প্রদান করা হবে। দীর্ঘায়িত সরকারী ছুটির পর জনপরিবহনের স্বল্পতা কারণে এপয়েন্টমেন্ট পুনরায় নির্ধারণ করতে হলে আমাদের কনস্যুলার সেকশনে এই নম্বরে যোগাযোগ করুন (৮৮)(০২) ৫৫৬৬-২০০০।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি