ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ পরিবারের

প্রকাশিত : ১৯:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা। সেইসাথে রায় দ্রুত বাস্তবায়ন চান তারা। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে আগামীতে আরও কঠোর আইন প্রনয়নের দাবী তাদের। এটি শুধু একটি ভাস্কর্য নয়, ক্ষতচিহ্ন। যা মনে করিয়ে দেয় তারেক মাসুদ আর মিশুক মুনীরের সেই করুন মৃত্যু। ২০১১ সালের দুর্ঘটনা হলেও দীর্ঘদিন পরে এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা বলছেন, চালকরা কারও শত্রু নন। তবে এমন দুর্র্ঘটনার শাস্তি বাস্তবায়ন হলে অন্য চালকরাও সচেতন হবেন। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানালেন অনেকেই। জাতির এমন অপুরনীয় ক্ষতি যেন আর না হয়, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি