শহীদ মিনারের মূল বেদিতে উঠে খালেদা জিয়া ভাষা শহীদদের অসম্মান করেছেন: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৯:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭
শহীদ মিনারের মূল বেদিতে উঠে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভাষা শহীদদের অসম্মান করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে তাদের কাছে শিল্প-সাহিত্য-ভাষা-সংস্কৃতির কোনো মূল্য নেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন।
বক্তৃতা করেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার ও কবি নির্মেলেন্দু গুন।
বক্তৃতার শুরুতেই ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতি করে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার চেষ্টা হয়েছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শহীদ মিনারের মূল বেদিতে উঠে গিয়ে ফুল দেয়াকে ভাষার শহীদদের প্রতি অসম্মান বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী।
মাতৃভাষাকে এবং তার সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার প্রবণতাকে পরিহার করারও নির্দেশ দেন শেখ হাসিনা।
সততার সাথেই দেশের উন্নয়নে কাজ কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন