ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দু’দিবব্যাপী পলিসি ডায়ালগের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল

প্রকাশিত : ১৮:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বে সামাজিক উদ্যোগ খাতে বাংলাদেশর অগ্রনী ভ’মিকা এবং মানোন্নয়নের জন্য দু’দিবব্যাপী পলিসি ডায়ালগের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। সকালে রাজধানীর ফুলার রোডে বিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে ‘কোলাবোরেশন ফর ইমপ্যাক্ট’ শীর্ষক এই ডায়ালগের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, সামাজিক ভাবে পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যিক ভাবে আদর্শ একটি দেশে পরিনত হয়েছে। বাংলাদেশের সামাজিক উদ্যোক্তাদের অধিকাংশই তরুন এবং বেশী ভাগই নারী যারা গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করছে দেশীয় সামাজিক উদ্যোগের বিনিয়োগে। ভৌগলিক গুরুত্ব বজায় রাখতে এক্ষেত্রে সুবিধাবঞ্চিতদের সুযোগ তৈরীর আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি