ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্দেশনা প্রত্যাখ্যান করেছে মেক্সিকো

প্রকাশিত : ১০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্দেশনা প্রত্যাখ্যান করেছে মেক্সিকো। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিয়েগ্যারে এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের এক তরফ সিদ্ধান্ত মেনে নেয়া যায়না এ নিয়ে প্রয়োজনে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোর কাছে যাওয়ার কথাও জানান তিনি। ট্রাম্পের নতুন নীতির একটি ধারা অনুযায়ী, অবৈধ অভিবাসীরা একটি অংশ যে দেশ থেকেই আসুক তাদের মেক্সিকোতে যেতে বাধ্য করা হবে। এদিকে ট্রাম্পের নির্দেশনা জারির পর সীমান্তে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অলিভাস নামে এক মেক্সিকান। যদিও এ নিয়ে মেক্সিকোর সরকারের সাথে আলোচনা করার কথা জানিয়েছে হোয়াইট হাউস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি