ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা

প্রকাশিত : ১২:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। যাদের আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্রভাষা হয়েছে বাংলা, সেই ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত। তাদেরই একজন কাজী রেজাই করিম। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো এখনো উজ্জিবিত করে বয়োবৃদ্ধ এই মানুষটিকে। স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী কাজী রেজাই করিম। ১৯৫২ সালের ২২ ফেব্র“য়ারী নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্র থাকা অবস্থায় গ্রেফতার হন তিনি। তাঁর পিতা ইয়ামিন কাজী ১৯৪০ সালে কোলকাতায় বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভায় উর্দূতে বক্তব্য রাখার তীব্র বিরোধীতা করেছিলেন। পিতার আদর্শের ঢেউ লেগেছিল কাজী রেজাই করিমের রক্তে। এখন বার্ধক্য এসে ভর করেছে তাঁর দেহে। জীবন সায়াহ্নে তাঁর একমাত্র আশা প্রিয় মাতৃভূমি হবে গণতান্ত্রিক ও জঙ্গীবাদমুক্ত। তবে ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় সঠিক পদক্ষেপ না নিলে ইতিহাস থেকে হারিয়ে যাবে ভাষা সংগ্রামীদের স্মৃতি। এমনটাই মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা। ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় উদ্যোগী ভূমিকা নেবে প্রশাসন- এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি