ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এপ্রিলের প্রথমার্ধে

প্রকাশিত : ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম। তবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে একথা জানান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব। বৈঠকে ভারত সফর ছাড়াও দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে বাংলাদেশ সফরের পর শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ডিসেম্বরে এই সফর হওয়ার কথা থাকলেও, পরে তা আর চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি