ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হকার উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ২৬ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা

প্রকাশিত : ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

হকার উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ২৬ ফেব্র“য়ারি জাতীয় প্রেসক্লাবের সমানে সমাবেশের ঘোষণা দিয়েছে হকার্স ইউনিয়ন এবং হকার সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার সকালে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ’সময় হকার নেতারা বলেন, হকারদের আন্দোলন দুর্বল করতে সিটি কর্র্পোরেশন তাদের নামে মামলা দেয়ার পাশাপাশি হয়রানি করছে। আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধনের দাবি জানান হকার নেতারা। একইসঙ্গে হকারদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি