ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পোলিওতে দু’পা হারিয়েও মেহেরপুরের নাসির উদ্দীন সোনালী ব্যাংকের জেষ্ঠ্য কর্মকর্তা

প্রকাশিত : ১৩:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বোঝা নয়, সুযোগ পেলে শারিরীক প্রতিবন্ধীরাও সমাজের মূল স্রোতের অংশীদার হতে পারেন। মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের নাসির উদ্দীন; মাত্র ৫বছর বয়সে পোলিওতে দু’পা হারিয়েও কারো করুণা চাননি কভু। আপন যোগ্যতায় তিনি এখন সোনালী ব্যাংকের জেষ্ঠ্য কর্মকর্তা। সকাল বেলাটা বেশ ব্যস্ত কাটে নাসির উদ্দিনের। নিজে তৈরি হন আগে, পরে চলার বাহনটি করেন পরিষ্কার- তারপর বেরোন অফিসের দিকে। প্রতিবন্ধী হয়েও থেমে থাকেনি নাসির উদ্দিনের জীবন-রথ। মেহেরপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় দায়িত্বশীল পদেই করছেন কাজ। সহকর্মীরা তাঁকে অনুকরণীয় দৃষ্টান্ত বলেই মনে করেন। তিন ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন নাসির উদ্দিন। সংসার জীবনেও সফল এক মানুষ। করুণা নয়- প্রতিবন্ধী মানুষের দিকে সহায়তা আর ভালবাসার হাত বাড়ালে, তারাও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে- মনে করেন নাসির উদ্দিন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি