ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনারের উদ্বোধন

প্রকাশিত : ১৪:১১, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০২, ১১ মার্চ ২০১৬

দেশে অন্তত ৫ হাজার যুদ্ধাপরাধী রয়েছে। আর দ্রততম সময়ে তাদের বিচার করতে চাইলে শুধু একটি ট্রাইব্যুনাল দিয়ে তা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক দু’দিনব্যাপী সেমিনারের প্রথম দিনে এমন মন্তব্য করেন বক্তারা। দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে দু’দিনব্যাপী এই তৃতীয় দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক অজয় রায়। এ’ সময় উপমহাদেশে ধর্মনিরপেক্ষ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে স্বপ্নের কথা জানান তিনি। আর ধর্ম, সাম্প্রদায়িকতা, ধর্মভিত্তিক মৌলবাদ, মৌলবাদী জঙ্গি কর্মকান্ড ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলেন, অধ্যাপক আবুল বারকাত। সম্মেলনে বলা হয়, ধর্মীয় মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও মৌলবাদী আস্ফালন সব ধরণের মাত্রা অতিক্রম করেছে। আর এতে মদদ দিচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি