ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

আন্দোলন-সংগ্রামে শ্রমিক সমাজের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ

প্রকাশিত : ১৪:৫৮, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ১১ মার্চ ২০১৬

স্বাধিকার থেকে স্বাধীনতা। আন্দোলন-সংগ্রামে বাংলার শ্রমিক সমাজের ছিল স্বতস্ফূর্ত অংশ গ্রহণ। মার্চের অসহযোগ আন্দোলন আর মুক্তিযুদ্ধেও অংশ নেন সাধারণ শ্রমিকরা। ৭ ই মার্চের পর তারা প্রস্তুতি নিতে থাকেন সশস্ত্র সংগ্রামের। পয়লা মার্চ থেকেই উত্তাল রাজধানীর রাজপথ।  দৃঢ় কন্ঠে শ্লোগান-শ্লোগানে ঢাকা পথে দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা। মুক্তির সুর প্রতিটি মিছিলে। ৭ ই মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে শ্রমিকরাও প্রস্তুতি নিতে থাকে । শ্রমিকের আন্দোলন পরিণত হয় শ্রমিক বিগ্রেডে, শুরু হয় স্বশস্ত্র মুক্তির যুদ্ধ। শ্রমিক-জনতার মৃত্যুঞ্জয়ী প্রতিজ্ঞা আর স্বাধীনতার অদম্য আকাংখা ৯ মাসের রক্তক্ষরণে আসে বিজয়ের সূর্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি