ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেঙ্গল এজেন্সির অগ্রযাত্রাকে বেগবান করতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আহ্বান

প্রকাশিত : ১৪:০৮, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:২৪, ১১ মার্চ ২০১৬

বেঙ্গল এজেন্সির অগ্রযাত্রাকে আরও বেগবান করার জন্য আহ্বান জানান এজেন্সির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সামছুল হুদা । শুক্রবার সকালে বেঙ্গল এজেন্সির প্রধান শাখায় ৩৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।  এসময় তিনি বেঙ্গল এজেন্সির সাফল্যময় দীর্ঘ পথ চলার স্মৃতির তুলে ধরেন। পরে বেঙ্গল এজেন্সির কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে কেক কাটেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা,সিয়াম স্যানেটারি ওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি.থানাসাক শাকারী গানন সহ অনেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি