ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাষা আন্দোলনে নেতৃত্বে ছিলেন মাদারীপুরের রতন

প্রকাশিত : ০৯:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

৫২’র ভাষা আন্দোলনে নেতৃত্বে ছিলেন বরিশাল বিএম কলেজের ছাত্র মাদারীপুরের শিবচরের গোলাম মোস্তফা আখন্দ রতন। মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের দুইশ’রও বেশি ছাত্রকে সংগঠিত করে ভাষা আন্দোলনে যোগ দেন তিনি। তাঁর স্মৃতিতে আজও জ্বলজ্বল করছে ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলি। বাংলাকে গ্রাস করার অপচেষ্টার বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদের ঝড় ওঠে মাদারীপুরে। গোলাম মোস্তফা আখন্দ রতনের নেতৃত্বে সেদিন রাজধানীর আন্দোলনে যোগ দেয় মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের কয়েক‘শ ছাত্র। ভাষা আন্দোলন শেষে গোলাম মোস্তফা ফিরে আসেন নিজ গ্রাম কান্দিতে। স্থানীয় উমেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা। ৭১ এ মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তবে ভাষা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় রয়েছে আক্ষেপ। জীবনের পড়ন্ত বেলায় প্রাপ্য সম্মানটুকু পাবেন গোলাম মোস্তফা আখন্দ রতন, এ প্রত্যাশা মাদারীপুরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি