ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দিল্লি থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ২১ এপ্রিল ২০২০

ভারতে যেসব বাংলাদেশি আটকে আছে তাদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিল্লিতে যারা আটকে আছেন তারা এ ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, দিল্লিতে যারা আছেন তাদের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

তিনি বলেন, ওই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১৫০ জন ও বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত বিমানের মোবাইল অ্যাপ ও ওয়েব সইট থেকে টিকিট কেনা যাবে।

ভারতে গিয়ে করোনাভাইরাসের কারণে যারা দেশে ফিরতে পারেনি শুধুমাত্র তাদেরকে বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি