ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘটের ৪দিন আজ

প্রকাশিত : ১২:২২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

  সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার সব রুটে চতুর্থ দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। এ’ কারণে চুয়াডাঙ্গার সাথে সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পণ্য পরিবহন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, এ’ বিষয়ে করণীয় ঠিক করতে খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সভা ডাকা হয়েছে। তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার রায় ঘোষণার পর থেকে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি