একটি বাড়ী ও একটি খামার প্রকল্প- দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে একটি পরিকল্পিত টার্গেট: ড. প্রশান্ত কুমার
প্রকাশিত : ১৭:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
একটি বাড়ী ও একটি খামার প্রকল্প- দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে একটি পরিকল্পিত টার্গেট বলে মন্তব্য করেছেন প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ’কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এ কর্মশালার আয়োজন করে। একটি বাড়ী ও একটি খামার প্রকল্পের মাধ্যমে ২২ লাখ পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। এছাড়া সমবায়ের মাধ্যমে সারাদেশের ৪৮৫টি মার্কেটে খামারে উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা নেয়া হবে বলেও এ’সময় জানানো হয়।
আরও পড়ুন