ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় দেশের সবচেয়ে বড় খাদ্য গুদামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বগুড়ার সান্তাহারে দেশের সবচেয়ে বড় ও অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে উদ্বোধন শেষে পুরো গুদাম এলাকা ঘুরে দেখেন তিনি। জাপানের দাতা সংস্থা জাইকা ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত গুদামটির ধারণ ক্ষমতা ২৫ হাজার মেট্রিকটন। এটি দেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসম্পন্ন বহুতল খাদ্য গুদাম। পরে গুদাম প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করেন তিনি। বিকেলে সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ৯টি প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত বসাবেন তিনি। সান্তাহারে আওয়ামী লীগ সরকার প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম সফর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি