ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অস্ট্রিয়ান ফুটবলার পলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩৭, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৭, ১১ মার্চ ২০১৬

পল জোসেফ শানা অস্ট্রিয়ান সাব্ধেসঢ়;ক ফুটবলার। জাতীয় দলের পাশাপাশি মাঠ মাতিয়েছেন বিভিন্ন ক্লাবেও। ১৯৮০ সালে ১১ই মার্চ অস্ট্রিয়ার সিভ্ধসঢ়;স শহরে জন্মগ্রহন করেন তিনি। পল জোসেফ শানার ৩৭তম জন্ম দিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। birthdayপুরো নাম পল জোসেফ শানা। তবে, সবার কাছে পল নামেই বেশি পরিচিত এই অস্টিয়ান মিডফিল্ডার। এছাড়া, তাঁর রকমারি চুলের স্টাইলেও মুগ্ধ হয়েছে তাঁর সমর্থকরা। ১৯৮৭ সালে প্রথম খেলা শুরু করেন এসভিজি পার্গস্টোল ক্লাবের হয়ে। আর এই ক্লাবে জার্সি গায়ে খেলেন ১৯৯৩ সাল পর্যন্ত। এরপর যোগদেন এফসিএন পলটন ক্লাবে। পলটন ক্লাবে খেলেন ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। আর ১৯৯৬ সালে দুই মৌসুমের জন্য মাঠে নামেন অস্ট্রিয়া উইন ক্লাবে। ১৯৯৯ সালে নতুন করে অস্ট্রিয়া উইন ক্লাবের হয়ে মাঠে নামেন বয়সভিত্তিক দলে। এই ক্লাবের হয়ে খেলেন ২০০৩ সাল পর্যন্ত। পল ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০৪ সালে খেলেন এসভি সাল্ধসঢ়;জবার্গ ক্লাবে। এছাড়া খেলেছেন এসকে ব্রান ক্লাবে। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত মাঠে নামেন উইগান অ্যাথলেটিক ক্লাবে। এই ক্লাবে ৪ মৌসুমে ১৪৫টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ১৪টি। ২০১০ সালে চুক্তিবদ্ধ হন ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ক্লাবে। এরপর খেলেন হামবার্গ এসভি ক্লাবে। ২০১৩ সালে হামবার্গ এসভি ক্লাবের হয়ে ধারে খেলেন পুরনো ক্লাবে উইগান অ্যাথলেটিক ক্লাবে। আর এই ক্লাবের হয়েই অবসরে যান তিনি। পল শুধু ক্লাব নয়, খেলেছেন জাতীয় পর্যায়েও। ২০০০ সালে খেলেন অস্ট্রিয়া অনূর্ধ্ব-২১ দলে। আর ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেন অস্ট্রিয়া জাতীয় দলের জার্সি গায়ে। পল খেলা থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে নিজেকে আরো জড়িত রাখতে চান এই কুশলী ফুটবল তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি