গাজীপুরের গার্মেন্টস এর ভল্ট ভেঙ্গে ৩ কোটি ৪১ লাখ টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৬ জনকে গ্রেফতার
প্রকাশিত : ১৩:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
গাজীপুরের কালিয়াকৈরে নীট প্লাস গার্মেন্টস এর ভল্ট ভেঙ্গে ৩ কোটি ৪১ লাখ টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। অভিযানে মূল পরিকল্পনাকীরা মাহবুবুর রহমান ও খলিলুর রহমান রানাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ১ কোটি ১৭ লাখ টাকা, একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং লুটের টাকায় কেনা একটি ট্রাক ও গামের্ন্টস মেশিনারি জব্দ করা হয়।
আরও পড়ুন