ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টির কারণে অনিশ্চয়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ

প্রকাশিত : ১৭:১৩, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫০, ১১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

c rainবৃষ্টির কারণে অনিশ্চয়তায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচটি। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃহস্পতিবার রাত থেকেই ধর্মশালায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সেই বৃষ্টি শুক্রবার সকালে থামলেও যে কোন মূর্হুতে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য কোনো রিভার্জ ডে রাখেনি আইসিসি। ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচটি মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দুই দলকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি