ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সকলের আস্থা অর্জন করতে চায় নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চায় নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। মঙ্গলবার দুুপুরে খাগড়াছড়ি জেলার নবগঠিত গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন উপলক্ষে প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেছেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশন পক্ষপাতিত্ব করলে কমিশনকে অবহিত করার আহ্বান জানান। আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি