ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশী ধরে নিয়েগেছে বিএসএফ

প্রকাশিত : ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর নিতপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশী ধরে নিয়েগেছে বিএসএফ। ১৪ বিজিব’র অধিনায়ক মো: আলি রেজা জানান, ভোরের দিকে ওই দুই রাখাল গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যায়। এ সময় বিএসএফ তাদের ধরে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুপুরের দিকে তাদের বিরুদ্ধে অবৈধ্য অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয় বলেও জানায় বিজিবি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি