ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই ঘণ্টার জন্য সারাদেশে অবস্থান র্কমসূচি পালন করবে বিএনপি

প্রকাশিত : ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাসের মূল্য বৃদ্ধির  প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দুই ঘণ্টার জন্য সারাদেশে অবস্থান  র্কমসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী। জানান, ২ মার্চ ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। রিজভী অভিযোগ করেন, অগনতান্ত্রিক সরকার বলেই জনগনের কথা বিবেচনা না করে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। এ সময় তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি বাম দলের হরতাল কর্মসূচীতে হামলার নিন্দা জানান ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি