ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাগর-রুনির খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ১৫ই মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী

প্রকাশিত : ১৭:৫৫, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ১১ মার্চ ২০১৬

sagor runiসাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ১৫ই মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচীর ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি। পরবর্তীতে সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হবে বলেও জানানো হয়। ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এসব কথা বলেন সাংবাদিক নেতারা। বেঁধে দেয়া সময়ের মধ্যে এ মামলার তদন্তের অগ্রগতি জানাতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান তারা। এছাড়া দেশব্যাপী সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবী জোড়ালো করতে প্রয়োজনে আরো কর্মসূচী দেয়া হবে বলেও জানান সাংবাদিক নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি