রাজধানীর বনশ্রী লেক দখল-দুর্গন্ধে একাকার
প্রকাশিত : ১১:৪৩, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪৩, ১ মার্চ ২০১৭
দখল-দুর্গন্ধে একাকার রাজধানীর বনশ্রী লেক। চাইলেও দু’পারের ওয়াকওয়ে ধরে হাঁটার উপায় নেই আফতারনগর আর বনশ্রীর মানুষের। আগাছা-জঙ্গল-মশা আর বিকট গন্ধে তাই এলাকার পরিবেশ নষ্ট করছে লেকটি। রুমি তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার।
লেকের শুরু হাতিরঝিল থেকে; রামপুরা ব্রিজ হয়ে বালু নদী পর্যন্ত বিস্তৃতি। আঁকাবাঁকা প্রবাহ চলতি পথে আফতাবনগর আর বনশ্রীর সৌন্দর্য বাড়াবে-এমনই আছে পরিকল্পনায়। কিন্তু শ্রীবৃদ্ধি তো দূরে থাক লেকের গন্ধে আশপাশেও ঘেঁষতে চায় না কেউ। দখল দুর্দশায় লেকটি এখন জ্বরাজীর্ণ খালে রূপ নিয়েছে।
কে দেখবে বনশ্রী খাল? রাজউক বলে সিটি কর্পোরেশন, আর কর্পোরেশন বলে ওয়াসা। রশি টানাটানিতেই চলছে দিনের পর দিন। মাঝখানে অস্বস্তিতে আবাসিক এলাকার লাখো বাসিন্দা।
রক্ষনাবেক্ষনের অভাবে খালের দুপাশে জন্মেছে বনজঙ্গল। ডাস্টবিন থেকে ফেলা আবর্জনাও কম নেই লেকের পানিতে। এই ফাঁকে দুর্গন্ধযুক্ত কালো পানি দিনে-দিনে পরিণত হচ্ছে বিষে। অথচ ক’বছর আগেও এই খালের পানি ছিল নির্ভেজাল।
লেকের সৌন্দর্য ফিরিয়ে বনশ্রীর শ্রী ফেরানোর দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন