ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের অর্থনীতির আকার বড় হওয়ায় মানসম্পদ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়ার সময় এসেছে- বার্নিকাট

প্রকাশিত : ১৮:১৮, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১৮, ১১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

burnicatবাংলাদেশের অর্থনীতির আকার বড় হওয়ায় মানসম্পদ ব্যবস্থাপনাকে এখন গুরুত্ব দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট। শুক্রবার রাজধানির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বার্নিকাট বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশ খুব দ্রুত অগ্রগতি করছে। বিশেষ করে তৈরি পোষাক ও কৃষি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলোতে অগ্রগতিও চোখে পড়ার মতো। এখন এসব খাতের মনসম্পদকে বিশ্বমানের করে ঢেলে সাজানোর উপরই এদেশের জাতীয় উন্নয়ন অনেকখানি নির্ভর করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি