ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৭:১২, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:১২, ১ মার্চ ২০১৭

  মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুরা যাতে বিপথে না যায় সেজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে। বক্তৃতায় শিশুদের কল্যাণে সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। পরে  দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার নবনির্মিত আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরফলে আশুগঞ্জ বিদ্যুৎ  কেন্দ্রের ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়ালো দেড় হাজার মেগাওয়াট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি